Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত কর্মপরিকল্পনা
১। একটি জনবান্ধব, জবাবদিহিতা মূলক এবং ডিজিটাল ভূমি অফিস তৈরি। ২। ডিজিটাল রেকর্ড রুম তৈরি। বিভিন্ন অর্থবছর অনুযায়ী নামজারি - জমাখারিজ নথিগুলো সাজানো এবং একটি নম্বরের ভিত্তিতে তৈরি করা ওয়েবসাইট থেকে মৌজাভিত্তিক নথি যাতে দ্রুত খুজে পাওয়া যায়, তার ব্যবস্থা করা। ৩। একটি হেল্প কর্নার তৈরি করা যেখানে সাধারন মানুষের বিভিন্ন প্রশ্নের /সমস্যার সমাধান দেয়া হবে। নামজারি করতে কি কি কাগজপত্র লাগে, ফি কত? একসনা নবায়ন করার পদ্ধতি, খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া ইত্যাদির উত্তর সম্পর্কিত ছোট ছোট ব্রশিয়ার বা নমুনা রাখা। ৪। ইউনিয়ন ভূমি অফিসে প্রতি মাসে একবার সেবা ক্যাম্প করে ভূমি উন্নয়ন কর প্রদানের সুফল, ভূমি অফিসের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা, সাধারন মানুষের সমস্যা শোনা ইত্যাদির আয়োজন করা। ৫। চাটখিল উপজেলার প্রায় ৭০ ভাগ জমি অনাবাদি। জনগনকে কৃষি কাজে উদ্বুদ্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না মর্মে নোটিশ দেয়া এবং অনাবাদি জমি সরকারের খাস খতিয়ান ভূক্ত করা।